কলঙ্কিত
              ক্রমিক-নংঃ ১৬৩
     ----- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
    


প্রিয় অস্মিতা তুমি চেয়ে দেখ
দূরের আকাশে কাস্তের মত বাঁকা চাঁদ
নিয়তির নির্মম উপহাসে
সেও আমার মত  কলঙ্কিত।
অথচ; সে, আমি কেউই দোষি নই
ভাগ্যই আমাদের দোষি করেছে
দিয়েছে আজীবন কলঙ্কীতের বোঝা চেপে।
নিয়তির এই পরিহাসে তুমিও বিদায় নিলে
ঠেলে দিয়েছো নিশ্চিত অন্ধকার জগতে
কলঙ্কিতের বোঝা মাথায় নিয়ে চাঁদটা থাকে
দূর হতে বহুদূরবর্তী গগণে; আর এই অদম?
হয়তো পড়ে থাকি ভিজে, নোংরা পরিবেশে
হয়তো  শহরের ময়লা-নর্দমার স্তুপে
বিশ্বাস ছিল, আর সবার মত তুমিও আমায়
কখনো দূরে সরিয়ে দিবে না
বুকে টেনে নিবে। আমার সঙ্গে চিৎকার করে বলবে সবাইকে
তোমার পাগলটা দোষি নয়। কিন্তু!
কোথায় কি? সে বিশ্বাস, ভাবনা সবটাই কল্পনায় রয়ে গেল
মাকড়সার জালের মতো, রহস্যের জট হয়নি আজো উন্মোচিত
আর আমি, তোমার কাছে আজো কলঙ্কিত!
জানি না, এই কলঙ্কের বোঝা কত কাল
বয়ে বেড়াতে হবে এভাবে আমায়.........।।


রচনাকালঃ ২২--০২--২০১৭ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।