খুঁজে পাইনি
           ----- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


পাগল এই মনটা তোমায় খুঁজে বারে বারে
কোথাও সে না পেয়ে,ভাবছে আনমনে,
কোথায় গেলে? কোন সে ক্ষণে
পাগল মনটা তোমার দেখা পাবে।


এই মনতো খুঁজেছে তোমায়, চার ভুবনের কোনে
কোথাও সে না পেয়ে কাঁদছে বিষন্ন মনে,
কোথাও গিয়ে পেলাম না তো তোমার দেখা
কেন তুমি কাজলা দিদির মত লুকিয়ে গেলে,আমায় ফেলে একা।


খুঁজেছি তোমায়, অথৈ সমুদ্রের মাঝে এসে
খুঁজে পাইনি তো, ক্লান্ত বিকালের শেষে
খুঁজেছি তোমায়,  ঐ নীলাম্বরের কোনে
খুঁজে পাইনি তো, সে পূর্ণিমা রাতের পরে।


খুঁজেছি তোমায়, ঐ সোনালী সকালে
খুঁজে পাইনি তো, সে শরৎের উড়ো মেঘের দলে,
খুঁজেছি তোমায়, ঐ মাছরাঙ্গার ডানায়
খুঁজে পাইনি তো, ঝড়ের রাতে শেষ বৃষ্টি ফোটায়।


খুঁজেছি তোমায়, পদ্ম ফোটা দিঘির জলে
নিরবে ভালবেসেছি তোমায় না বলে,
খুঁজেছি তোমায়, ঐ তারাদের দেশে
যেখানো রোজ গল্প হয়, চরকা কাঁটা বুড়ির সাথে।


খুঁজেছি তোমায় গোলাপের পাপড়িতে
সেখানে তার সৌরভ লুকানো থাকে,
খুঁজেছি তোমায়, খুঁজে খুঁজে আজ দিশে হারা হয়েছি
তার পরেও কি প্রিয়, তোমার দেখা পেয়েছি.....?
            [সমাপ্ত]


রচনাকালঃ ২৯--০৬--২০১৫ইং
ক্রমিক নংঃ ২৪