জীবন
            ক্রমিক-নংঃ ১৭৮
      ___ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


কুয়াশায় আবরিত মানব জীবন
হয়তো কোন এক দিন
যদি এমনও হয়, কোন কথা নয়
দু'টি মনে হঠাৎ বেদনারা উকি দেয়
তখন কি ভাববে আমি পাশে নেই।


জীবন তো এমনি
কখনো দূসর কখনো রাঙ্গিন
ভালবাসা আছে বলে
পৃথিবীতে আজও সুখ-দুঃখ আছে।
জানি, তোমার জীবন আলোয় আলোকিত
আমার না হয় কুয়াশার মত আচ্ছদনে ঢাকা।


যদি এমনও হয়
হঠাৎ কোন এক বৈকালে
তোমায় রেখে হারিয়ে যাই
আমার জন্য তবে ক'ফোটা অশ্রু ঝরবে কি
তোমার পাপড়ি বেয়ে মাটির বুকে?


জানি একদিন আসবে সেদিন
সেদিন আর খুব বেশি দূরে নয়
যেদিন অন্ধকারে ডেকে যাবে
           আমার চারদিক।


আর বোকার মত কাঁদবে তুমি
দয়া করে সেই দিন সেই ক্ষণে কেঁদো না তুমি
কেননা তোমার লোনা জল মুছিবার ক্ষমতা
একেবারেই থাকবে না আর আমারি।


রচনাকালঃ ০৪--০৫--২০১৬ইং
মিরিকপুর, লক্ষ্মীপুর।


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন
এবং ভাল লাগলে শেয়ার করবেন]