নিষ্ঠুরতার পৃথিবীতে নিষ্ঠুর মানুষের মন
চোখ বুঝে অন্যায় সহ্য করাই বুঝি মানব জীবন
এদিক-সেদিক যেদিকে তাকাই মেলে দু'নয়ন
সবাই মিলে কেন করছে অন্যায়কে বরন।


অন্যায়ের প্রতিবাদ; কেন কেউ করছে না?
হাত গুটিয়ে নিলে তো ভাই,এসব বন্ধ হবে না
হাতের মুষ্টি বন্ধ কর,চোখটাকে অগনী শিখা কর
অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাড়াও।


এ বাংলার জমিনে ন্যায়কে প্রতিষ্টা কর
ঘুমন্ত হৃদয়কে জাগ্রত কর,
তোমাদের বিবেক বলে আর কিছু কি থাকল না
শপথ কর,অন্যায়কে আর কখনো  সইব না।
        [সমাপ্ত]


রচনাকালঃ ২৯--০১--২০১৬ইং
ক্রমিক নংঃ ২৭।