বৈশাখ মাসে
নতুন বছর আসে
বাঙ্গালী সুখ সাগরে ভাসে।


জৈষ্ঠ্য মাসে
ফলের রাজা আম আসে
পুড়ে মানুষ সূর্যকিরণে।


আষাঢ় মাসে
গ্রীষ্মের খরতাপ বিদায় দিয়ে
বর্ষা আসে গরম হতে বাঁচাতে।


শ্রাবণ বলল ইস
লোকে কোথায় পেত ইলিশ
যদি না মিশতাম লোনা জলে।


ভাদ্র বলল এসে
আমি কম যাই কিসে
আমার সঙ্গে যাত্রা শুরু শরতের।


আশ্বিন বলল থাম
তোর গরমে লোকের ঝরে ঘাম
আমি আনি আগমনীর স্লোগান।


কার্তিক বলে ঐ বেটা চুপ থাক
তোদের ঝগড়াঝাঁটি কর মিটমাট
চেয়ে দেখ গাঁয়ে নবান্নের উৎপাত।


অঘ্রাণ বলে থাক
সব কিছু চুপচাপ
ঝগড়াঝাঁটি সবটায় দূরে থাক।


পৌষ বলে ভাই
লুকা তাড়াতাড়ি লুকাবি কোথায়
আমি কাপাব পুরো বিশ্বটায়।


মাঘ বলল ওরে
তুই কি টেক্কা দিবি মোরে
আমি না থাকলে লেপের মজাই শেষ।


ফাগুন বলল দেখ
আমি হচ্ছি রূপের রাণী
আমার রঙ্গে রাঙ্গাবো সবি।


চৈত্র বলল ভাই
এবার আমি যাই
হোক পুরানোর অবসান
নতুনের সাথে ভাল থাকিস
ভুলে সকল পিছুটান।।
                                            
রচনাকালঃ ২২--০৪--২০১৭ইং


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন
এবং ভাল লাগলে শেয়ার করবেন]