মাটির ঘর                      ক্রমিক-নংঃ ৫৭    


           ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


কেন এলে তুমি, বড় অবেলায়
কেন পা রাখলে আমার সিমানায়,
আজ আর কোন প্রয়োজন নেই তোমায়
আছি আমি থাকব আমি, মাটির বিছানায়।


কেন এলে অযথা তুমি ফিরে
দুঃখিত রাখতে পারলাম না,হৃদয় নিড়ে,
হৃদয়টা আজ বিষাক্ত সাপ-বিচ্ছুদের দখলে
কেন আমার ঘর ভিজাচ্ছো লোনা জলে।


আজ আর আমার সেই শক্তি নেই
তোমার নয়নের জল মুছে, তোমাকে হাসাবার।
এখন আর আমার, ইচ্ছে থাকলেও নেই
তোমাকে আকড়ে ধরে আবার বাঁচবার।


আজ কি খুব অনুতাপে পুড়ছো বুঝি
দয়া করে যন্ত্রনার চাকু চালিয়ে
আঘাত করো না আর তুমি।
তুমি ফিরে যাও তোমার আপন জনের তরে
আমাকে থাকতে দাও শূণ্য একা মাটির ঘরে।


        


রচনাকালঃ ০৫--০২--২০১৬ইং