মায়াবীনির চোখ
         ক্রমিক-নংঃ ২৮৮
            --- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
                                                    
প্রথমত যদি বলি তুমি সুন্দর
তারচেয়ে সুন্দর তোমার চোখ,
যদি বলি তারচেয়েও অধিক
সুন্দর তোমার চোঁখের পলক।


তোমার নীল নীল ঐ আঁখি দু'টি
যেন ভোমর কালো রাতের শশী,
তুমি তাকাও যখন দৃষ্টি মেলে
দেখে মনে হয় তুমি স্বর্গের অপ্সরী।


তোমার মায়া ভরা চোখের চাহনি
দেখে পাগল দিবানিশি,
এ যেন ভোরের শিশির ফোঁটা
বিন্দু ঝরে পরে অহনিশী।


তোমার চোখে চোখ রেখে
আমি খুঁজে পাই মুক্ত আকাশ,
এ যেন তুমি আমার ভালবাসা
ঐ চোখের দৃষ্টিতে কর প্রকাশ।


তোমার হরিণী ঐ দু'চোখ বলে
না জানি কত সুন্দর মায়াবিনী।
এত রূপকথার গল্প নয়
তুমি আমার কল্প জগতের
সবচেয়ে শ্রেষ্ঠ মহারাণী।।


রচনাকালঃ ২৩ নভেম্বর ২০১৮ইং