পৃথিবী জেনে নিও
আমার কিছু স্বপ্ন ছিল,
সেই স্বপ্নে ছিল না তো
কোন লাল-নীল পরী
ছিল না তো কোন মায়াবীনি
ছিল মেঘকণ্যা নামক এক স্বপ্নপরী।।


যে মেঘের মত ভাসতে ভাসতে এসেছে
আবার কিছুকাল পরে চলেও গেছে।
শুধু যাবার বেলায়
খন্ড খন্ড কিছু স্মৃতি দিয়ে গেছে
যা চাইলেও  ভুলা যায় না,
আবার পরানেও সয়না।।


এখনো সে আসে,
মাঝে মাঝে নিশাচর পক্ষী হয়ে
সেই ধূলাবালি মাখা স্মৃতিকে জাগ্রত করতে,
আমাকে আবারও অনলে পোড়াতে।।


মেঘকণ্যার দু'চোখে স্বপ্নরা করে খেলা
মেঘকণ্যা'কে নিয়ে ভাবতে ভাবতে,
যায় কাটে যায় আমার সারা বেলা।
তবুও আমি ভেয়ে চলি,স্বপ্নের ভেলা।।


          
রচনাকালঃ ০৭-০৩-২০১১ইং
ক্রমিক নংঃ ০৩