মন পাখি তুই কই থাকিস,আয়না মনের ঘরে
তোর জন্য মনটা মোর,কেমন জানি করে।
নিশি-রাতে চাঁন্দের আলো,আসে না মোর দ্বারে
তোরি জন্য অন্তর পুড়ে,কাঠ-কয়লা না রে।


মন পাখি তুই কেমন আছিস,জানতে ইচ্ছে হয়
তোকে না ভাবলে মোর,কাটে না সময়।
দিবা-নিশি প্রতিক্ষণে, ছুতে চাই তোরি ছায়া
তোর জন্য জমে আছে,এবুকেতে কত মায়া।


মন পাখি তুই বুঝলি নারে,এ মনের কথা
এহৃদয়ে জমে আছে,না বলা শত ব্যাথা।
তোরি জন্য কত কাল,করেছি যে অপেক্ষা
তবুও তুই পাখিতো ভুল করেও,ফিরে এলিনা।


মন পাখি তুই কেন মোরে,সুযোগ দিলি না
একই পথের পথিক আমায়,কেন করলি না।
একা রেখে পালিয়ে গেলি,কেন ফিরলি না
আমি কি তোর কোন দিনও আপন ছিলাম না।


মন পাখি তুই,কেন করলি এমন
সোনার খাঁচা ছেড়ে অজানাতে গিয়ে, আছিস কেমন?
তোর ভাবনাতে যখন-তখন,আমি ভেসে যাই
তুই পাখি ফিরে আয়,সব ভুলে আবারও দিব ঠাঁই।


রচনাকালঃ ০৮--০৪--২০১৫ইং
ক্রমিকনংঃ ২৩৫..