মনপরী
                           ক্রমিক-নংঃ ১০২
     -------শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


তেপান্তরের মাঠ পেরিয়ে ঐ দিগন্তের সীমানা মাড়িয়ে
অভ্রের নীলিমা ছুঁয়ে যাব তোমার সাথে হারিয়ে,
ঘোর অন্ধকার নিশিতে আঁকড়ে ধরবো হাত
সারারাত কেটে যাবে আসবে কাঙ্ক্ষিত প্রভাত।


মনের মাধুরি মিশিয়ে লিখব তোমার জন্য কবিতা
রংধনুর সাত রঙ্গে, শেষ-বিকালের আলো-ছায়ায়, আঁকবো তোমার ছবিটা। দুপুর হতে নামবে একপশলা বৃষ্টি
ভিজে যাবে কাশফুল ভিজে যাবে অপরূপ সৃষ্টি,
অতঃপরে বৃষ্টির মাঝে নামবে নিলাম্বর হতে ডানাকাটা পরী
অবাক হয়ে বলব আমি, আরে এতো আমার মনপরী!


বিকাল হতে বসব দু'জন বট বৃক্ষের ছায়ায়
মনের আবেগে জড়িয়ে রব, ভালবাসার মায়ায়
তোমার চুলে গুজে দিব রজনীগন্ধা ফুল,
ফুলের গন্ধে মোমো করবে নদীর দু'কূল।


কোকিলের সুর লাগছে গো মধুর
কূহু কূহু সুরে, দিওয়ানা করিল মোরে,
মনের ঘরে বন্ধ দোর, খুলিব তার তরে
যদি সে রোজ গাইতো, এমনি মুষ্টি করে।


সন্ধ্যার পরে উঠিত চন্দ্র, নক্ষত্রাদি তারি সাৎ
তোমার সাথে মাখা-মাখি করিতাম, কাটিয়া যাইতো রাত
সকাল হতে লজ্জায় তুমি, কাটতে আঁকিবুঁকি
সারা রাত কি করেছো, ভেবে লজ্জায় হতে ক্ষুণসুটি।
বলতাম আমি, কি ব্যাপার....!
লজ্জা কি এখনো কাটেনি তোমার মনপরী...??
    


রচনাকালঃ ১৩--০৮--২০১৬ইং