মনে করিয়ে দেয়
                     ক্রমিক-নংঃ ২৫১
     ____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


ঘরের কোণে ভাঙ্গা চৌকি আলমারি
ফ্রেমে বাঁধা দেয়ালে ঝুলানো ছবি
কপি বেল্টে ডান হাতের ঐ ঘড়ি
বারান্দায় টাঙ্গানো শাড়ি।
সব কিছুই মনে করিয়ে দেয়
                        আমাকে.......
সহযোগীতার হাত দু'টি
        ছেড়ে গেছে অনেক আগে।।


বাশি ফুলের মালা
এলোমেলো বই খাতা
দোয়াত কলমে লিখেছিলাম
জীবনের শেষ গল্পটা।
সব কিছু মনে করিয়ে দেয়
                      আমাকে.......
সে তুমি চলে গেছো
       কাঁদিয়ে আমায় ওপাড়ে।।


ব্যস্ত শহরের ক্লান্ত বিকালে
হাঁটা হয়না তোমার হাত ধরে,
প্রতিনিয়ত কিছু অনিয়মের ভিড়ে
খুঁজি তোমাকে প্রয়োজনীতার শিখরে।
সব কিছু মনে করিয়ে দেয়
                     আমাকে......
সবাই ছেড়ে যাবে বেলা ফুরালে
তবুও বিভোর আমি নিঃস্বার্থের রাজ্যে...।।


কতনা যত্ন করে
বুক পকেটের বাঁজে
লুকিয়ে রেখেছি শুকনো গোলাপটা
শত ব্যস্ততার ভিড়ে, এখনো নিয়ম করে।
সব কিছুই মনে করিয়ে দেয়
                        আমাকে.....
সেই তুমি নেই আমার পাশে
বেঁচে আছি স্মৃতি আঁকড়ে ধরে...।।


রচনাকালঃ ১৬--০৬--২০১৭ইং


[[দীর্ঘ ৭৩দিন পরে প্রথম কবিতা লিখলাম।সবাই দোয়া করবেন।জেনে আরও ভাল কিছু রোজ লিখতে পারি।শুভ রজনী]]