মনের ব্যথা
               ক্রমিক-নংঃ ১৮২    

অনেক ব্যথা এই মনে
এতো জ্বালা সয়না প্রাণে
একটু উৎসাহ্ কেউ দিল না আমায়
সবাই করল অবহেলা অবজ্ঞা
আর বাঁচিতে মন চায় না।


মাথায় আর করতে চায় না কোন কাজ
সত্যি আজ হলাম আমি, বড্ড হতাশ
ভিতরটা কাঁদছে ডুমরে আমার
বলতে চাই না কিছু আর....
আজ নয়, বলবো একদিন সব খুলে
যেদিন সফলতা ধরা দিবে মুখ তুলে।


মনে চায় করি একটু চিৎকার
দু'নয়ে কতনা স্বপ্ন ছিল আমার
কিভাবে  পূর্ণ করিব তা
ওদের মত পরিচিতি নেই তো আমার
সঙ্গে পাঠকও কবিতার।


রচনাকালঃ ২৮--০২--২০১৬ইং