নারী যখন ধর্ষিত হয়
______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


নারী যখন ধর্ষিত হয়
পাগলী তখন কেন নয়!
শরির যখন ভোগ বিলাসি
পাগলীর তখন দোষ কি...?


কোন এক রাতের বেলায়
হয়তো শুয়েছিল গভীর নিদ্রায়
সেই সুযোগে কোন কুকুরে
ইজ্জত লুটে ফেরারি হায়।।


পাগলীটা আজ মা হয়েছে
হয়ে তোর লালসার শিকার
ঐজানোয়ার কোথায় পালাস
করেই পাগলীর সর্বনাশ।।


অতপরঃ
পাগলীটা আজ মা হয়েছে
বাবা তাহলে কে!
প্রশ্নরা আজ দিচ্ছে মাথাছাড়া
উত্তর গুলি কোথায়?


বোধ শক্তি, চিন্তা ভক্তি
কোনটাই  নেই যার
কি করে করবে পাগলী
নব-জাতকের দেখভার।।


কখনো হয়তো খেতে পায়নি
দু'মুঠো ভাত পেট ভরে
ঝড়-বৃষ্টিতে পড়ে থাকে সে
রাজপথ গাছতলায়, অবহেলায় অনাদরে।।


পরের দয়ায় বেঁচে সে
জীবন যেখানে সংগ্রামের
কঠিন এই দুনিয়াতে হায়
নব-জাতকের ঠায় কোথায়?


পাগলীটা আজ মা হয়েছে
এই লজ্জা কোথায় লুকায়
নিজেকে পুরুষ ভাবতে হায়
আজ সত্যি লজ্জা হয়।।


রচনাকালঃ ২৩শে ফেব্রুয়ারি ২০১৮ইং
ক্রমিক নংঃ ২৭৬..
স্থানঃ বাগবাড়ী, লক্ষ্মীপুর।