নীল আঁচল                    ক্রমিক-নংঃ ৬১


             -----শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


এলোমেলো বাতাসে, দূরের ঐ বনে
কোন প্রিয়সীর, নীল আঁচল শূণ্যতায় উড়ে?
দিবসের শেষ প্রহরে, কে হেঁটে যায়
মেঘনার কাশবন ধরে, নীলাম্বরী শাড়ি পড়ে!


কপালের কালো টিপ, গগণের চন্দ্রিমা যেন ঠিক
কৃষ্ণ ক্লান্ত আখি তার, যুগলে আধার তিল,
সেই সাথে মিষ্টি হাসি, কে গো তুমি রূপসী
একটু দাড়াবে? তোমায় দু'চোখ ভরে দেখি।


ইট-পাথরের শহর ছেড়ে, কেন এলে কাশবনে
উড়ালে কেন নীল আঁচল? কৃষ্ণপক্ষের দিগন্তরেখা তটে,
লাগছে তোমায় বেশ। হাতে তোমার রেশমি চুড়ি
ইচ্ছে করে অপরিচিতা, তোমার সাথে ভাব করি।
        
রচনাকালঃ ০৯--০৩--২০১৬ইং