নিয়তির লিখন
----- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


এটাই বুঝি নিয়তির লিখন
এতো বছর পরেও আজ,
আবার হল দু'জনার মিলন।।


মাঝখানে কেটে গেছে,
দিন থেকে রাত,
রাত শেষে প্রভাত।।


অনেক গুলি মাস,অতপরঃ
যোগাযোগ হীন কেটে গেল,
একে একে তিন-তিনটে বছর।।


নেই দেখা-শোনা,নেই কোন আলাপন
তবুও মনের কোণে উকি দিত, তোরি স্বপন।
মাঝে মাঝে আসতি তুই স্বপ্ন কন্যা হয়ে
মনের ঘরে ঝড় তুলতি বৈশাখীর রূপে।।


দীর্ঘ কাল পরে, মনের ঘরে
পড়ল তোর ছায়া।
হারালো যেন দূরে,নদীর ওপাড়ে
বিষন্নতার নষ্টমতি মায়া।।


এটাই বুঝি নিয়তির লিখন
এতো বছর পরেও আজ,
তুই যেন সেই পরিচিতজন
সত্যিকারের ভালবাসা
              বুঝি হয় এমন।।