নদীর পাশে বাড়ি আমার
নদীটা নয় মরা,
আপন মনে যাচ্ছে বয়ে
স্বচ্ছ জলে শালুকেরা।


নদীর কূলে দাড়িয়ে দেখি
উতাল তার উর্মিমালা,
এই নদীটা নয়তো কোন
নর্দমা বা নালা।


এই নদীকে বলতে পারি
স্বচ্ছ এক পূর্ণতা,
কামার কুমার জেলে মাঝির
ঘামের শরির ধোয়া,


নদী হতে আসছে বায়ু
দক্ষিণা জানালা খোলা,
ঘরের ভিতর থাকি তবু
দেয় সে মনে দোলা।


এই নদীটা সারা বছর
বেঁচে থাকুক হয়ে নাব্য,
তাকে নিয়ে বাউল লিখক
গায়হে মন ভোলানো কাব্য।


রচনাকালঃ ১২ আগষ্ট ২০১৮ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।