শেষ হাসি
       ক্রমিক-নংঃ ২৮০
    _______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আমাকে এমন একটা পৃথিবী দিবি
যেখানে তুই নেই, তোর ছায়া নেই।
তোর কোন অনুভূতি নেই, তোর গন্ধ নেই
নেই তোর কোন অস্তিত্ব।।


যে পৃথিবীতে তোর স্বপ্ন নেই, প্রেম নেই
আশা নেই, তোর কোন চিহ্নও নেই।
তোর প্রতি রাগ নেই, অভিমান নেই
নেই তোর প্রতি কোন ভালবাসা।।


যে পৃথিবীতে অবহেলা নেই, অবজ্ঞা নেই
নেই তোর প্রতি উদাসীনতা।
তোর জন্য কোন অপেক্ষা নেই, প্রতিক্ষাও নেই
নেই তোকে পাবার কোন মন বাসনা।।


দিবি এমন একটা পৃথিবী....!!
যদি দিতে না পারিস। তবে....এমন একটা পৃথিবি দে,
যে পৃথিবিতে শুধু তুই আর তুই থাকবি
আমার চারিপাশে শুধু তোর বিচরণ থাকবে।।


আমার সামনে-পিছনে, ডানে-বামে
সর্বত্র জুড়ে শুধু তুই থাকবি।
তুই থাকবি আমার আত্মার সাথে মিশে
থাকবি সযত্নে আমার ভালবাসায়।।


যে পৃথিবীতে তুই আমার জন্য
অপেক্ষার প্রহর গুনবি, যেভাবে এখন আমি গুনি।
আমাকে পাবার আকাঙ্খায় তুই সর্বদা ব্যস্ত থাকবি
সৃষ্টিকর্তার কাছে সর্বদা প্রার্থনা করবি যেভাবে আজ  আমি করি।।


যে পৃথিবিতে আমার সকল পূর্নতায় তুই থাকবি
থাকবি আমার সকল প্রাপ্তিতে,
যে পৃথিবিতে তুই শুধু আমার
এবং আমার জন্যই বাঁচবি।।


যে পৃথিবিতে তুই আমার জন্য
দু'ফোটা জল ফেলবি। শুধু মাত্র আমার জন্য।
যদি কিছুই দিতে না পারিস
তবে প্লিজ আমার মৃত্যু কামনা করিস....
                     আর
তাতেই আমি পরম সুখে শেষ হাঁসি হাসব.....।।


রচনাকালঃ ১০ই মার্চ ২০১৮ইং
স্থানঃ বাগবাড়ী, লক্ষ্মীপুর।