অবশেষে
       ✍🏿শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
        ক্রমিক-নংঃ ২১১    


কি ভেবেছো "অবিশ্বাসী"
তুমি নেই বলে
হয়তো আমি মরে গেছি?
সত্যি ভাবলেই হাসি পায়
কি করে থাকো তুমি বেঁচে
এমন আজগুবি সব ভুল ভাবনা নিয়ে!


হয়তো সেই দিন তোমায় হারিয়েছি
তবে জীবনের মানেটা ঠিক বুঝে গেছি
তাই তো মনে হয়। আবারও অবশেষে
নতুন করে বাঁচতে শিখেছি।।


হয়তো তুমি ভেবে ছিলে
তোমাকে ছাড়া বাঁচবে না
ছোট্ট এই জীবন আমার,
কিন্তু এসব তো মিছে ভাবনা
যত সব কল্পনা রাজ্যের সুখ সম্ভার।


তোমার অট্টহাসিটা আচলের রঙ্গিন সুতায়
সাজিয়ে বেঁধে রাখো
কল্পনার জগতে বসে না থেকে
বাস্তবতায় ফিরে আসো।


হয়তো তুমি ভুলে গেছিলে
কে আমি....!!
তাই আবারও মনে করিয়ে দিচ্ছি
অস্ত্রটাই জমা দিয়েছি ট্রেনিং নয়
বুঝলে কল্পনা প্রিয়াসী...?
আমি তো সেই...!
আঙ্গুলের তুলিতে জয় করতে পারি
হাজারো রমনীকে সেটাও কি তুমি ভুলে গেলে?


শুধু তোমায় ভালবাসতাম বলে
সব ছেড়ে পা বাড়িয়ে ছিলাম
ভদ্র ছেলেদের মত নতুন জীবনের পথে
তোমারি হাতে হাত রেখে।
ভেবে ছিলাম, আর আট-দশ জনের মত
আমিও বাঁচব ভাল মানুষ হয়ে।।


কিন্তু সেই সুযোগটা নিয়ে আমাকে ব্যবহার করে
ছুড়ে ফেলে দিলে ম্যানহোলের নর্দমায়
তাই বলে এমনটা ভেবো না তুমি
তোমায় হারিয়ে রাগে কিংবা দুঃখে
মরে গেছি আমি.....!!


তুমি নেই তো কি হয়েছে
আমি তো বলব ভাই, আজ বিন্দাস আছি
একটা গেলে আরেকটা আসবে
এ আর নতুন কি...?


সত্যি বলতে অবশেষে এ দেহের মাঝে
নতুন করে প্রাণ ফিরে পেয়েছি।
ঐসব ভাল মানুষের জীবনে
মানায় না আমায় একে-বারে।


আমি তো নষ্ট ছেলে, থাকি ফুটপাতে
তোমাদের মত কল্পনাময়ীর জীবনে
মানাবে না কোন দিন, কোন কালে।
যাই হোক ওসব কিছু নয়
অবশেষে যে ভাল আছি
সেটাও কিন্তু কম কিছু নয়.......।।


রচনাকালঃ ২০--০৭--২০১৭ইং


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন
এবং ভাল লাগলে শেয়ার করবেন]