অচেনা স্বপ্ন পরী
         ------ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


স্বপ্নে দেখা কোন সেই রমনী তুমি
অজানা অচেনা কোন সেই স্বপ্ন পরী।
আমি তোমার নাম পরিচয়, কিছুই তো না জানি
তার পরেও মনে হয়, শতযুগ ধরে জানি।


যেভাবে আকাশ জানে তার বুকের নীলকে
যেভাবে পাহাড় জানে তার বুকের ঝরনাকে,
আর তুমি তো এবুকে থাকো নাহ্
তাই তোমায় স্বপ্নের বাহিরে ঠিক জানি না।


তুমি বিহনে
আজ আর দু'নয়নে স্বপ্ন আসে না,
স্বপ্নকেও তুমি বিহনে ভাল লাগে না।
স্বপ্ন দেখতেও আর ইচ্ছেও করে না
আমি তোমায় রোজ দেখি, তবুও কেন পাই না।


থাকো কোথায় তুমি? অচেনা স্বপ্ন পরী
জানি নাহ্ তুমি কি হবে আমারি?
পারলেও বুঝে নাও নাহ্, না বলা কথার ফুলঝরি
কথা দাও। কখনো যাবে না অচেনা স্বপ্ন পরী।
                    [সমাপ্ত]


রচনাকালঃ১১-১০-২০১৬ইং
ক্রমিক নংঃ ০৯