অধিকার
         -----শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


বেশি কিছু চাইনি আমরা
চেয়েছি শুধু অধিকার,
লেখা পড়া করতে পারিনি
হয়েছি তাই বেকার।


আমাদের যদি
    সুযোগ দিতে একটি বার
আমরাও হতে পারতাম,
      জজ কিনবা ব্যারিস্টার।
আমাদের  স্বাধীনতা দাও,
দাও মুক্ত চিন্তা-ভাবনার অধিকার।


আমরা না হয় হয়েছি
গরীব অসহায় বাবার সন্তান,
মায়ের জন্য কিছু করে
বাড়াতে পারতাম সবার মান।


আমাদের আর করিও না অবহেলা
হাতে হাত রেখে,ভাসাও মুক্তির ভেলা,
আমরা না হয় বয়ে চলেছি,বেকারত্বের বোঝা
আমাদের মুক্তির স্বাদ পায়িয়ে দাও,চাই সাম্যের মেলা।
            


রচনাকালঃ ০৯--০৩--২০১৬ইং
ক্রমিকনংঃ ৩২।