অজানা কিছু কথা
        ক্রমিক-নংঃ ২৮১.
_____// শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আজ কিছু কথা জানাতে চাই...!!
কখনো কি খেয়াল করেছো তুমি
যখন ব্যস্ত শহরের বুকে, হঠাৎ করে বৃষ্টি নামে।
তখন শহরের কোন এক গলিতে, সিগারেট হাতে
কোন এক ব্যলকনিতে একটি ছেলে পায়চারী করতে থাকে।
সে নিকোটিনের সাদা-কালো ধোঁয়ায়, রোজ দুঃখ উড়ায়
বৃষ্টির সাথে তাল মিলিয়ে, যন্ত্রণা গুলোকে শূন্যে ভাসায়।।


কখনো কি দেখেছো তুমি, বৃষ্টির ফোঁটার সাথে
তার চোখ থেকে গড়িয়ে পড়া ক'ফোঁটা স্বচ্ছ জল?
যদি বলি শুনেছো কি গড়িয়ে পড়া সেই স্বচ্ছ-জলের শব্দ!
জানি..!মাথা নেড়ে জানাবে, শোননি; আর শুনবেও না।
কেউ শোনে না, কেউ দেখে না, তার কষ্টের কষ্টার্জিত ধ্বনি
শোনে শুধু সেই বৃষ্টি কণারা...
যারা তোমাকে হারানোর চিৎকার শোনে, শুনে হয় স্তব্ধ।।


যখন তার আর্তনাদ শেষে বৃষ্টিরাও মিলিয়ে যায় দিগন্তে
না চাইতেও একটু খানি হাসে সে, বালিকা তোমায় ভেবে
সিগারেটের শেষ-টান শেষে, নিলিমায় চেয়ে থাকে
আর ভাবে, কিভাবে মেঘেরাও তার সঙ্গ ছাড়ে....!
তারপরঃ নিরবে বলে ,"সবাই ছেড়ে যায় আমারে, তোরাও যারে"
তোদের বেঁধে রাখব বল, কোন অধিকারে....?


রচনাকালঃ ২৯শে মার্চ ২০১৮ইং
স্থানঃ বাগবাড়ী, লক্ষ্মীপুর।