অনুশোচনা
      ক্রমিক-নংঃ ২৭৮
  _______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আজ কাল দূরের জিনিস
তেমন একটা পরিস্কার দেখতে পাই না।
মোটা কালো ফ্রেমে বাঁধানো চশমার কাঁচটা
ক্ষাণিক বাদে বাদে মুছতে হয় বার-বার।
কেমন জানি খুব অচেনা লাগে সব কিছু
কেমন জানি নিজেকে খুব অপরাধী মনে হয়
তোমাকে হারানোর আজ এত বছর পরে,
জীবনের শেষ প্রান্তে এসে দাড়িয়ে আমি
                  কেন জানি না তোমার কথা
   আজ - কাল    খুব     মনে    পড়ে।।


ক্ষাণিক বাদে বাদে সচ্ছ আয়নার মত
তোমার মায়াবতী মুখ-খানা,
বার-বার চোখের সামনে ভেসে উঠে।
মনের মধ্যে কেমন জানি একটা দ্বিধা-ধন্ধ কাজ করছে।হয়তো আমি আর বেশি দিন বাঁচব না।
আজ জীবনের শেষ প্রহরে এসে
আমার কেন জানি মনে হচ্ছে, কোথাও একটায় যেন
আমি খুব বড় আকারের ভুল করে ফেলেছি।
মাঝে মাঝে অনুশোচনাও হয় নিতু মেয়েটির কথা ভেবে
সেদিন  যদি  নিতুকে  না  ফিরিয়ে  দিতাম।
হয়তো অভিমানী মেয়েটা আজও বেঁচে থাকতো।
হয়তো তাকে সেদিন এইভাবে
অকালে প্রাণটা দিতে হতো না গলায় ফাস লাগিয়ে।
আবার, ক্ষাণিক বাদে মনে হয়।
সে যদি বেঁচে থাকতো, তবে কখনোই তোমার মত
লক্ষ্মী একটা বৌ এর মুখ ঘোমটা সরিয়ে
দেখার সুযোগ হতো না।
              কেন      জানি       না,
নিজেকে আজ-কাল কেমন জানি অগোছালো লাগে।।


রচনাকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০১৮ইং
মিরিকপুর, লক্ষ্মীপুর।