অপেক্ষা
         ______শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আজও রোজ বিকালে তোমার অপেক্ষায় থাকি
সেই পুরানো হিজল তলায়,পথ চেয়ে থাকি
কতনা ভালবেসে ছিলাম,তোমায় গোপনে
হয়তো তুমিও তা জানতে
হয়তো বা তুমিও মোরে ভালবাসতে....।


জীবনের যত পাওয়া পেয়েছ তুমি
তার থেকেও সহস্র গুণ বেশি ছিল
বালিকা তোমার তরে প্রেম যে আমারি।
তবুও বুঝতে দিনি ইচ্ছে করে
বুঝে যদি কষ্ট দাও মোরে
কি  আর হল অবশেষে,
সেই কষ্ট তো দিয়ে গেলে
তবুও তোমায় আরেকটিবার দেখার জন্য
আজো রোজ বিকালে অপেক্ষার প্রহর গুণে যায়।
        


রচনাকালঃ ১৭--০২--২০১৬ইং
ক্রমিক নংঃ ৩৬