অপয়া রাত
   ক্রমিক-নংঃ ৩২৪
- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


মনের মন্দিরে প্রিয়তম জানু বলে
ডেকো না আমায় তুমি
নির্থক নিষ্প্রয়োজন করুণ সুরে!
ভুলে যাও পিছুটান, ভুলে যাও ব্যথা
শুনো না ব্যর্থ হৃদয়ের আহবান।


যুগল যখন রোমাঞ্চকর মুহূর্তে
ভালোবাসার উষ্ণতায় চরম শিহরিত,
বেপরোয়া মনের ভাবনায় তখনো
সবটা জুড়ে শুধুই তুমি।


ইস্ যদি তুমি থাকতে
আজ এই রাতে আমার পাশে
কতনা ভালো হতো, হাতে হাত রেখে
দু-জনে হয়ে যেতাম চিরতরে দু'জনার।


এই তো সেদিন দুপুরবেলায়
খুব করে মনে পড়ছিলো তোমায়।
হঠাৎ দেখি দেয়ালের ওপাশে
খুব চেনা একটি ছায়া
কাছে গিয়ে দেখি, সে তুমি নও।
তোমারই মত দেখতে অন্য কেউ।


যদি আজ তোমার হাতের তৈরী
সেই স্পেসাল লবনের চা
আবারও পান করতে পারতাম।
তবে সুন্দর রাতটা'কে
আমি কখনো অপয়া রাত বলে
আখ্যায়িত করতাম না, ক্ষমা কর আমায়।।


রচনাকালঃ ৩০শে মার্চ ২০১৯ইং
সদরঘাট, ঢাকা।


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।]