অরচিতা
     ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
       ক্রমিক-নংঃ ৩৬১


নূর কেমন হয় জানি না আমি
তবে তোমার চোখে তাকিয়ে বহুদিন আগে,
এশহরের রাস্তা হারিয়ে ফেলেছি।
যদিও জানি না কে তুমি
তবুও কেন তোমার মাঝে খুঁজে পাই
অন্য এক তুমি কে!


হাস্যজ্বল প্রণয়ী অপরূপায় সে লোক দেখানো
আড়ালেতে মুখ লুকিয়ে জানি রোজ কাঁদো।
থাকো দূরের ঐ বানিজ্য নগরীতে
একেলা ঘরে একা একা কাটাও সময়
ব্যস্ততা ভুলে গিয়ে নিজে নিজের সাথে।


বদঅভ্যাস বলতে মেয়ে তুমি ভিষণ রাগী
জানি কাজে কর্মে অষ্টরম্ভা,তবুও বড্ড ফাজি।
হালকা সাঁজে কাজলের কালিতে, লুকাও লাজ
দক্ষিণের সমীরণে উড়াও শাড়ির আচ।
ভালোবাসো কবিতা, তবে কবিতে কেন এতো অরুচি
বহুবার জানতে চেয়েও ব্যর্থ আমি অরচিতা!


রচনাকালঃ ০১লা সেপ্টেম্বর ২০১৯ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।