অসময়ে আলাপন
                                ক্রমিক-নংঃ ৮৩
          _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


খুব বেশি তাড়া ছিল আমার
    তাই সময়ের অভাবে;
ভাল করে হয়নি আলাপন
মুখ পানেও দেখার মত
      সময় ছিল না তখন।


দেখিছি হাত খানি
দেখেনি তোমার মুখ
  ক্ষমা   করে   দিও,
যদি দেখা হলে না চিনি তোমায়
দয়া করে স্মরণে রেখ আমায়।


ধরতে চাইনি, ধরার স্বাদও জাগে নি
জানি না কি সব সাত-পাঁচ ভেবে তুমি
বাড়িয়ে দিলে কোমল হাতখানি
অসময়ের ক্ষুদ্র আলাপন, হৃদয় করলো হরণ
বলিলাম চলি, সময় নেই এখন।
  


রচনাকালঃ ০৮--০৮--২০১৬ইং
লক্ষ্মীপুর, সরকারি কলেজ।


প্রথম যেদিন কলেজ যাই,সেদিনের ঘটনা..