অশ্রু নদী
            ----- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


বিরহের অনলে মন পুড়েছে
অযথা অশ্রু নদী প্লাবিত হয়েছে।
যে যাবার নয়, সেও তো চলে গেছে
অসহায় স্বপ্ন গুলি আবারও চুর্ণবিচুর্ন হয়েছে।


পুষ্প কলি সব ঝরে পড়েছে
চন্দ্র আমার সহিত আড়ি কেটেছে,
প্রবাহিত নদ স্থীর হয়েছে
অসময়ে দুঃখ বেসে মনপরী সেঁজেছে।


গাছের সজিব পাতা গুলি শুকিয়ে গেছে
সূর্য আমার সাথে অভিমান করেছে
সব জল-রাশি শুকিয়ে চৌচির হয়েছে
অবশিষ্ট আমার তরে অশ্রু নদী রয়ে গেছে...।
          


রচনাকালঃ ১৫--০১--২০১৬ইং
ক্রমিক নংঃ ২৯..