অতীত                            ক্রমিক-নংঃ ৬৮


    ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


অতীত নিয়ে যতই ভাবিবে
ততই কেবল তুমি কাঁদিবে,
মনের সহিত বিদ্রোহও করিবে
তবুও ব্যাকুল প্রাণ ব্যথিত হইবে।


ক্ষণে-ক্ষণে বলিবে, ভাল যাচ্ছে না তো দিন
অতীত ছিল মোর, সোনালী সুদিন;
সে যেন অপরূপ মঙ্গলময়ী ক্ষীণ
সুখ যেন ছিল মোর, বুক পকেটের বীন।


আগে সবই গোছানো ছিল, সকাল-সন্ধ্যা রাত
আজ সবই অগোছালো, যেন চরনবীল
এখন যেন অমঙ্গল খুলে দিল তার দোর
নিশার স্বপ্ন কাটছে মোর, বিষণ্ণ একতীল.....


রচনাকালঃ ২৩--০১--২০১৬ইং