পার্থক্য....2
            ক্রমিক-নংঃ ১৯০
          ____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


যে তোমার তরে চাইলো দু'টাকা
ও বাবু মশাই;
তুমি কেন তারে, ঘাড় ধরে দিলে ধাক্কা।
সে ক্ষুধার জ্বালায় হাত পেতেছে
বাবু তোমার কাছে।
তুমি কেন তাকে মারধর করো
সে কি গরীব অসহায় বলে?


সেও তো মানুষ
কারো না কারো আপন জন
তারও তো আছে তোমার মত
পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন।
ক্ষুধার জ্বালায় হাত পেতেছিল
তাই বলে কি সে খুবই দুর্বল?
তারও আছে শক্তি আরও আছে ক্রোধ
ও বাবু মশাই;
তোমার তরে কি তার জন্য
নেই একটুও মূল্যবোধ?


করি তাহাদের সম্মান
যারা গেয়ে গেছেন সাম্যবাদের জয়গান।
আমি জানি না কে ধনী
কিনবা জানতে চাইনা কে গরীব,
শুধু জানি আমরা সবাই এক বিধাতার সৃষ্টি
আর তাই চাইনা কোন ভেদাভেদ কিনবা পার্থক্যের দৃষ্টি।।


রচনাকালঃ ২৫--০২--২০১৬ইং