প্রজাপতি
        ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
          


প্রজাপতি প্রজাপতি
সারাদিন কেন কর এতো ছোটাছুটি
এ বাগান হতে ও বাগানে
কেন এতো উড়ে বেড়াও তুমি?


কতনা রঙ্গ-বাহারি নকশার কারুকাজ তোমারি পাখায়
পাখা গুলো আর কিছু নয়,স্বপ্ন রঙ্গে আঁকায়
এতো রং তোমার পাখায় কে মিশিয়ে দিল
স্বপ্ন ছোঁয়ায় কোমল প্রাণ আর তো দেখিনায়।


তোমার মত কোমল প্রাণ
আর আছে কি এ ধরাতে?
আমারও যে স্বাদ হয়
সারাক্ষণ উড়িতে তোমারি সাথে।


প্রজাপতি তোমায় দেখতে লাগে বড় মিষ্টি
সত্যি তুমি বিধাতার এক অনুপম সৃষ্টি।
আমি অধম নয়তো ভাই, জ্ঞানী-গুণী মহাজনে
সর্বলোকে বলে, অমেরুদণ্ডী প্রাণী তুমি
তোমারি জনম নাকি আর্থ্রোপোডা পর্বতে।


যখন তুমি বসো ফুলের বুকে
আনন্দে আর্তচিৎকার করে, সে পরম সুখে
প্রজাপতি ফুলে ফুলে মেলছে দেখ ডানা
উড়ুক ওরা, ঘুরুক ওরা, ধরতে ওদের মানা।
ফুলের উপর খেলছে ওরা ফুলের মধু খেয়ে
চুপটি করে দেখবে তুমি, বুঝলে লক্ষ্মী মেয়ে।


প্রজাপতি প্রজাপতি
আমায় রেখে একা তুমি
চলে যাবে কোথায় তুমি
তুমি কি জানো না
তোমায় দেখে দেখে একাকীত্ব দূর করি।


রচনাকালঃ ১৯--০২--২০১৬ইং
ক্রমিক নংঃ ১০..