পরাজিত সৈনিক
               ------ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


জীবন যুদ্ধে পরাজিত
আমি এক সৈনিক,
আট সদস্য পরিবারে
খাবার জোটেনা দৈনিক।


ছিলাম পুলিশ খাইনি ঘুষ
করেছি  মানুষের সেবা,
আজ আমি বৃদ্ধা অতি
আমায় দেখিবে কেবা।


প্রতি মাসের শেষের দিকে
পাই আমি যা পেনসন,
তা তুলে ঘরে ফিরতে
শুধ-ুই বাড়ে টেনসন।


আটষট্রি বছর বয়স আমার
মরণ কেন হয়না,
এতো কষ্ট এই জীবনে
আর তো সয়না।


অর্ধহারে অনাহারে
কাটাই দিবা-রাত্রি,
ভাল হতো যদি হতাম
মরণ পথের যাত্রী।


অসুখ-বিসুখ লেগেই থাকে
সংসারে কত অশান্তি
হে-আল্লাহ্ দুরে করে দাও
আমার সকল ক্লান্তি।
       [সমাপ্ত]


রচনাকালঃ ০১--০৩--২০১৬ইং
ক্রমিক নংঃ ৩১.


[{আলোক ম্যাগাজিনে প্রকাশিত}]