পরদেশী বন্ধু
        ক্রমিক-নংঃ ৩৩৭
       -শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


ভিনদেশী বন্ধু তুমি কলকাতায় থাকো
জাতিতে বাঙ্গাল বলে বাংলা তে  মাতো।
মসজিদের নগরী ছেড়ে গেলে হিন্দুস্থানে
বাংলাকে ঘৃণা করো, সাতচল্লিশে দেশ ভাগের ফলে।


সাদা-মাটা সাজে লেগেছে তোমায় বেশ
নলকে লুকাও লাজ, হাসিতে প্রেমের রেশ।
লিপস্টিকের লাল কালিতে হয়েছো তুমি ক্রাশ
জন্মসূত্রে তুমি হলে হিন্দু বংশে "দাশ"।


ভালো লাগে তোমার রবীন্দ্রনাথ ভালো লাগে নজরুল
ইচ্ছে হলে খোপাতে দিও মালা, হোক না শিমুল-বকুল।
ভালো লাগে পায়ে তে নূপুর হাতে জোড়া বালা
বিস্মিত এক ভাল লাগা পুরুষ এ বাংলার।


তোমার ঐ মায়াবী চোখের কালো প্রচ্ছেদ
আর গালের বা'পাশের তিলটা
তোমার সৌন্দর্য আরও বেশি বিকশিত করেছে
ব্যবহারে আচরণে মুগ্ধ করে দিলে।


তবুও জানা হয়েও হলো না
কে তুমি মেয়ে....!!


রচনাকালঃ ১১ই জুন ২০১৯ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।