এখনো আমার কিছু মুহুর্ত তোমায় ভেবে
নিরস নিশ্চুপ কেটে যায়।
উঠোন,ছাদ কিংবা রুম-বারান্দা পায়চারী করা ছাড়া
অন্যসব কিছুই ভুলে যাই।
ক্ষণিকের জন্য মনে হয় সতের কোটি মানুষের দেশে
আকাশ থেকে খসে পড়া একটি মাত্র তারকা আমি
নিঃসঙ্গ পথচারী আমি......

একটা সময় ছিল
যখন তোমার একটু সংঙ্গতা আমার প্রাণে বসন্ত এনে দিতো।
কিংবা তোমার কথায় হৃদকপাটে আসলে মৃদু হাসিতে
পুরো মুখে নিলিমার আভা পড়তো।
স্বপ্নের লাল-নীল সুতোয় স্বপ্নজাল বুনে যেতাম মাকড়শার মতন।


আর আজকের এই আমি,তোমার অবহেলার পাত্র
একদিনে পরির্বতন হইনি।আজকের এই আমি
পাথুরে মানবের এই রূপ একদিনে পাইনি।
বড় বড় কষ্টের গোলায় একটু একটু করে আমার রক্ত মাংস পরিনত হয়েছে সুরতি পাথরে।হয়তো এখনো আমার কষ্ট গুলি পরিপূর্ণতা পায়নি।
তাই তো পাথরের চোখ দিয়েও আজও ঝরনা ঝরে
জানো,কষ্ট চেপে রাখাও  আরো বেশি কষ্ট কর।
কিন্তু সেই অপ্রকাশিত কষ্টের প্রতিদান সরূপ
আমি আর পরিহাস চাই না।


রচনাকালঃ ২৭--১০--২০১৬ইং