পরকালের জন্য তোলা থাক
         ক্রমিক-নংঃ ৩১৮
         ---শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


জানো অহংকারী, তোমায় প্রথম যেদিন স্টিশনে দেখি
তোমার চশমার আড়ালে থাকা দু'চোখের দিকে তাকিয়ে
ভুল করেও মনে হয়নি, কোনদিন আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে।
কিংবা আমাকে ভুলে অন্যকোন হৃদয়ে স্থান নিবে তুমি।


তুমি কি কখনো সময়ের মানুষিক নির্যাতনে
আমায় ভেবে, ফেলোনি ক'ফোঁটা জল...?
অথবা খুব রাগে-অভিমানে চুর্ণবিচুর্ণ করোনি
তোমার সখের ক'খানা রেশমি চুড়ি কিংবা কাজল!


বহুদিন পরে কোন এক কাকতালীয় ঘটনায়
আবারও সামনে দাড়ালে তুমি, নিয়তির নির্মম প্রতরণায়।
টোল পরা ঐ দু'গালের মাঝে, বাঁকা ঠোঁটে লেপটে রয়
প্রাণচাঞ্চল্য মন ভোলানো অপরূপ মৃদু হাসি।


কোন এক বন্ধুর থেকে মাঝে মধ্যে তোমার খবর পাই।
তোমার-আমার সেসব স্মৃতি থেকে মুক্তি পাওয়ার জন্য
এই যে তুমি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছো,
কি লাভ বল?ফলাফল তো সেই আমাকে মনে রেখেছো।


কত শত সংকল্প একে একে ভেঙ্গে ফেলেছো
বিশ্বাসঘাতক উপাদি অনেকদিন আগে গায়ে জড়িয়েছো,
তবুও তোমার কাছেই ফিরে যেতে চেয়েছিলাম।
কিন্তু তুমি যতটুকু অবমূল্যায়ন করলে
তার পাওনা পরকালের জন্য তোলা থাক।।


রচনাকালঃ ০৬ই মার্চ ২০১৯ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন।
ভাল লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।]