স্বপ্ন
              ----- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


স্বপ্ন সে তো সবাই দেখে
আমি দেখলে দোষ কি তাতে?
স্বপ্ন হয়তো পূর্ণ করতে সবাই পারে না
তাই বলে তো কেউ, স্বপ্ন দেখা ছেড়ে দিবে না।


স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন
স্বপ্ন দেখে বেঁচে থাকে, কত মানুষ-জন
না হয়, আমিও তাদের একজন
স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, যারা চিরান্তন।


সবাই তো স্বপ্ন দেখে, কোটি পতি হওয়ার
কেউ তো দেখে না, ভাল মানুষ হবার
যা এসমাজের খুব প্রয়োজন
স্বপ্ন দেখে বেঁচে থাকার, নামি তো জীবন।
          [সমাপ্ত]


রচনাকালঃ ১০-০৯-২০১৫ইং
ক্রমিক নংঃ ০৭


[[প্রকাশঃ অল্পকথার গল্প।(সৃষ্টি-প্রকাশনি)]]