ক্রমশঃ আমার অনুভূতি গুলো
          কেন জানি কমে যাচ্ছে,
বেঁচে থাকার ইচ্ছে শক্তি
           সেও কেবল হারিয়ে যাচ্ছে।


প্রকৃতি কেমন জানি থমকে গেছে
আকাশে সূর্য নেই,চন্দ্রও নেই।
নদী গুলো বিপরীত স্রোতে বইছে
কি হইছে ওদের, কেউ জানে না,,,,,,,,
পাখি গুলো আগের মত করে
খুব সকালে ডাকাডাকি করে না।
তারাও কেমন জানি বদলে গেছে।
জোনাকিরা আগের মত, মিটমিট করে
জ্বলে না।বাতাসেও কদম ফুলের
গন্ধটা তেমন একটা পাই না।
খুব ভোরে তরুলতার বুকে, কুয়াশার
আস্তরণ বুঝি আর জমে না।


তবে কি!শেষ দেখা স্বপ্নটা বুঝি
সত্যি! সত্যি হতে যাচ্ছে?
না এ হতে পারে না,,,,,,,,
আমি এভাবে অকালে,যাব না
আর যেতে পারিও না।
আমি আরও কয়েকটা দিন, বাঁচতে
চাই।তোমাদের এক বুক ভালবাসা নিয়ে।
তোমাদের সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে
এভাবে চলে যেতে পারি না।


আমি বাঁচতে চাই, তোমাদের মাঝে
মানুষ হিসাবে না হোক,অন্তত একটা
ঘুভরে পোকা হয়ে।অথবা একটা
শিমুল বৃক্ষ হয়ে,বাঁচতে চাই এ জগতে,
আরও কয়েকটি দিন,বাঁচতে চাই।