আছে কাগজ কালি
আছে সুন্দর পরিবেশ,
চারপাশে আরও আছে
হাজারো মানবের সমাবেশ।


গাছের আছে ফুল
নদীর আছে কূল,
আছে সমতল হতে ভূ-তল
মানবতার অন্তরাল শান্ত শীতল।


মনে আছে অনেক কথা
ধরেছি কলম,লিখব ব্যাথা,
চলছে না কলম,বীরাঙ্গনায়
কি যে করি,অবেলায়,,,,,,,,,,,,,,
লিখার ভাবনারা আজ,পদ চিহ্ন
আঁকেনি বুঝি আমার সিমানায়।