ভাবছি হারিয়ে যাব,তোমাদের ছেড়ে
কিন্তু কোথায় যাব?কোথায় গেলে
পাব তারে,যে প্রতিনিয়ত স্বপ্নে আসে।
কি তার পরিচয়, কি তার নাম
জানি না তো কোন কিছু,কি তার গ্রাম।
স্বপ্ন আসে পাশে বসে,মিষ্টি করে হাসে
বাঁকা চোখের চাহনিতে,আরো কাছে আসে।
মন খুলে কথা বলে,মিষ্টি মিষ্টি ঝগড়া করে
মাঝে মধ্যে কথায় কথায়,অভিমানে বৃষ্টি ঝরে।
চিরল বরল দেহের গঠন,কেশ তাহার কালো
তাহারে যে না দেখিলে,লাগে না যে ভালো।
উপায় যদি থাকিত জানা,তাহারে করিতাম আপন
শুনতাম না কোন মানা,সেটাই তো নেই জানা।
কোথায় গেলে,কোন জগতে পাব তার দেখা
স্বপ্ন শেষে চলে যায়,করে আমায় একা।
ভাবছি হারিয়ে যাব,স্বপ্নের রাজ্য
ঘুমের দেশে,স্বপ্নীল রাণীর খোজে।