চন্দ্রিমা, তুমি কেমন আছো?
আজ-কাল খুব জানতে ইচ্ছে করে।
তুমি কি আগের মত আছো
নাকি ষড়ঋতুর মত বদলে গেছো।


চন্দ্রিমা, তুমি কি এখনো?
রাঙ্গা ঠোঁটে মিষ্টি করে হাসো।
এখনো কি খুব সকালে
নীরব মানবী হয়ে বসে থাকো।


চন্দ্রিমা,তুমি কি শেষ আলোতে
ছাঁদের উপরে, খোলা আকাশে বসো?
নাকি এখন আর একদমি
সময় হয়ে ওঠে না তোমার।


চন্দ্রিমা, তুমি সন্ধ্যা তারাদের সনে
এখনো গল্পে মেতে উঠো?
নাকি স্বামী-সংসার নিয়ে
ব্যস্ততায় কাটে সারা বেলা।