দিন পঞ্জিকার হিসাব, কবে রেখেছি
  শেষ বার।তোর কথা ভেবে,
         আজ আর মনে নেই।


খুব সকালে, কবে উঠেছি
শেষ বার।কোকিল ডাকা ভোরে,
         আজ আর মস্তিষ্কে নেই।


নত আঙ্গুলে তোর জন্য, কবে কলম ধরেছি
শেষ বার।কবিতা লিখব বলে,
         আজ আর স্মরণে নেই।


তোর সনে রাগ করে, কবে করেছি
শেষ বার।মনের আকাশ মেঘলা,
       আজ আর  সত্যি মনে নেই।


পাগলী তোকে তুই বলে, কবে ডেকেছি
শেষ বার।মনের মাধুরি মিশিয়ে,
          সেটাও আজ স্মৃতির পাতায় লেখা নেই।


সত্যি আজ আর কিছুই মনে নেই
পরির্বতনের ধমকা হাওয়ায়
ষড়ঋতুর মত,আমিও বদলে গেছি।
ভুলে গেছি সব, মনভোলা হয়ে
হারিয়ে ফেলেছি স্মৃতি,তোকে হারিয়ে।


কোন রকমের মতামত থাকলে জানাবেন।