হে-স্বাধীনতা!
তোমার জন্য আর কতকাল সইতে হবে যন্ত্রণা?
তোমার জন্য করেছি আমরা যুদ্ধো,
জীবনটাকেও নিয়েছি হাতের মুগ্ধো।


হে-স্বাধীনতা!
প্রাণ দিয়েছে আমার,নাম জানা অজানা কত ভাই,
আমরা কি তাদের স্মরণে, গান ছাড়া কিছু করে যাই?
তোমার জন্য করেছি আমরা,মৃত্যুকেও বরণ,
তবে আজ কেন আর করছি না আমরা?
বীরশ্রেষ্ট  শহীদ ভাই-বোনদের স্মরণ।


হে-স্বাধীনতা!
তুমি কি আর আসবে না?
ঐ শহীদ জননীর ঘরে।
যে জননী নিজ ছেলেকে উৎস্বর্গ করেছে
তোমায় পাওয়ার তরে।


হে-স্বাধীনতা!
তুমি কি আর যাবে না?
ঐ অন্ধ দুঃখিনী মায়ের ঘরে,
যে মা আজও তার সন্তানকে
ফিরে পাওয়ার অপেক্ষা করে।


হে-স্বাধীনতা!
তুমি কি দেখা দিবে না?
ঐ লাঞ্চিত মা-বোনের সাথে
সর্বস্ব বিলিয়ে যে,তোমায় রক্ষা করে।


হে-স্বাধীনতা!
তুমি কি আজও শুনতে পাচ্ছো না?
ঐ মা-বাবা হারা পথ শিশুটির কান্না,
যাকে কোলে তুলে,একটু ভালবাসা দিতে
কৈ! কেউ তো এগিয়ে আসলো না।


হে-স্বাধীনতা!
আমি আর থাকতে চাইনা হয়ে বন্দী
বল;তুমি কি হবে না আমার সঙ্গী?


হে-স্বাধীনতা!
তোমার কাছে আর কোন প্রশ্ন রাখতে চাইনা,
স্বাধীনতার এতো বছর পরেও,
কেন আমরা স্বাধীনতার স্বাদ পাই না?
হে-স্বাধীনতা! তুমি আর স্বাধীন বলে চিৎকার করো না।