বালিকা মনে পড়ে?
সেই রাতের কথা।
যে রাতে তুমি আমি দুজনে
ছিলাম,একই বৃত্তে। নিকোষ তিমির রজনীতে।
সেই পাহাড়ি অঞ্চলে।খোলা আকাশের তলে।
আমাদের চারপাশে কোন জনমানব ছিল না।
শূন্যতায় খাঁ খাঁ করছি পাহাড়ি এলাকাটা।
ছিল বলতে, সেই অঞ্চলের আদিবাসীরা।
সে দিন তুমি, অনেক বেশি ভয় পেয়ে ছিলে।
সেদিনও বৃষ্টি ছিল।


বালিকা মনে পড়ে?
সে দিন প্রভাত হতে, নীলাম্বরের মন
অমাবস্যাতিথির মত কালো ছিল।
ক্ষণে ক্ষণে গগণে শোনা যেত
দুরের ঐ আকাশের বেদনার আর্তচিৎকার।
মাঝে মধ্যে সেই চিৎকারে, ভয় পেয়ে তুমি
জড়িয়ে ধরতে আমাকে।আর কখনো কখনো
কানের কাছে মুখ এনে, বলতে আমায়।
শোন পাগল।কখনো ছেড়ে যাবি না আমায়।
আমি শতজনম বাঁচতে চাই,তোমাকে ঘিরে
তোমার মনের সীমানায়।
সেদিনও বৃষ্টি ছিল।


বালিকা মনে পড়ে?
সে দিন তুমি আমি, আমি তুমি
তুমি আমার,আমি তোমার হাত ধরে,
ছুটে চলেছি,দিগন্ত মাড়িয়ে। বৃষ্টিতে ভিজে।
চলতে চলতে পথের বাকে,দেখা মিলল
এক ঝর্ণার সাথে।তার পর দুজনের
সেই ঝর্ণার সাথে মিতালী।
সেদিনও বৃষ্টি ছিল।


বালিকা মনে পড়ে?
অতপরঃ,,,,,,,
ভাগ্য দোষে সব কিছু শেষ।
তোমার চলে যাওয়া আর আমার?
না চাইতেও একা হয়ে যাওয়া।
আর আজও খুব বৃষ্টি ঝরছে
সেই জন্যই হয়তো তোমাকে ভিষণ মনে পড়ছে।
আজও বৃষ্টি আছে,নেই শুধু তুমি
কোথায় হারালে,করে আমায় একাকি।