এসেছে ফাগুন
পুষ্প রাজ্যে লেগেছে আগুন,
হয়েছে বসন্তের আগমন
আমের মুকুল জানিয়ে তোমায়
হে বসন্ত, জানাই তোমায় স্বাগতম।


তোমারও আগমনে
এসেছে পরির্বতনের ছোঁয়া,
মানুষ হতে প্রকৃতিতে
লেগেছে আনন্দ জোয়া
হে বসন্ত,  জানাই তোমায় শুভেচ্ছা।


প্রকৃতি ধারন করেছে, মায়াবী শাড়ি
রূপ যে তাহার, রঙ বাহারি।
হারিয়ে দিয়েছে শীতের জরাগ্রস্তা
কাটিয়ে এসেছে বেলা-ভূমি হতে সবুজ স্নিগ্ধাতা
হে বসন্ত,  জানাই তোমায় শুভেচ্ছা বার্তা।


কচি কচি পাতায় ঋদ্ধ হয়েছে
আজি বৃক্ষরাজি,ফুলে ফুলে সেজেছে
ভুলিয়ে দিতে রিক্ততা, ছড়াতে ফাগুনের মহতা।
কূহু-কূহু কোকিলের মধুর সুরে,ভরাতে ধরণী
আগমনে ধন্যবাদ জানাই, হে বসন্তরাণী।


কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম
করছে তারা,বসন্তীর আলিঙ্গণ।
পলাশ, শিমুলের প্রস্ফুটিত হাসিতে
বনে লেগেছে আগুন, রঙের জোয়ারে
হে বসন্ত, তুমি এমনি করে ফিরে এসো আমাদের মাঝে।।