অন্ধকারে আছন্ন জীবন,তোকে নেই প্রয়োজন
সব প্রয়োজন আজ ফুরিয়ে গেছে
বছর ঘুরে আবারও বসন্ত এসেছে
ফুলে ফুলে সেজেছে শিমুল বকুল
আলোকহীন ভুবনে, বাঁচতে শিখেছি
আবারও নতুন করে,আমার আমিত্তে ভাল আছি।


দুরের কিনবা কাছের, বেগুনী রশ্মিরর অকপটে
সবটায় আজ পরিষ্কার নীলাম্বরের মতো।
চশমার গ্লাস আর বারবার মোছার দরকার পড়ে না
তোর অদ্ভুত ভালবাসার বন্ধনে
আর হারিয়ে যেতে ইচ্ছেও করে না,
আগের মত নেই,তবুও ভাল আছি।


চোখ বুজে তোর সুন্দর মুখ-খানি
করি না আর কল্পনা,ভাবি না আর তোকে নিয়ে
এ কোন মিথ্যা গল্প না।
তোর মায়া জড়ানো সুন্দর হাসিও মনে পড়ে না
পুরানো সব স্মৃতিগুলোর মাঝে অদ্ভুত এক ধূসর সত্ত্বা
সবটায় আজ ধূলী মাখা অতীত,তবুও আমি ভাল আছি।


অতলে ডুবে ছিল হারানো খুশিগুলো
হয়েছে আজ বিমুক্ত;ফিরে পেয়েছি আমার অস্তিত্ব।
ভুলে গেছি সব,পাখিদের কলরব, তরুলতা বৃক্ষরাজি
ভুলে গেছি স্মৃতিতে মোড়ানো শৈশব
তোর সঙ্গে যেথায় ছিলাম আমি
অতঃপরে সত্যি বলছি ভাল আছি।