শোন আমার;ভাই-বন্ধু ওহে পরিচিতজন
কোথা হতে আমরা সভ্য হয়েছি,ভেবেছো কি তা কখন?
আমরা ছিলাম মাতৃতান্ত্রিক,মাতা সমাজের প্রধান
শতকের পরে হাজার গেলেও কমেনি বৈষম্য-ব্যবধান।।


ইতিহাস হয়েছে বিকৃত,ডুবেছে কালের গহ্বরে
মাতৃতান্ত্রিক সমাজের মাঝে,শিকল পড়ল
হাতে পায়ে,গলায়।অতঃপর চিন্তা ধারায়।
শুধু দমিয়ে রাখতে তাদের অদম্য জ্ঞান শক্তি
না জানি পুরুষ সমাজ।এটেছিল আরও কত পন্ধি।।


কালের পরে কাল এসেছে,ধীরে ধীরে করেছি উন্নতি
চেষ্টা করেছি ছুঁড়ে ফেলে দিতে,বৈষম্য-ব্যবধান রিতিনিতি
চিনিয়ে আনতে চেয়েছি আমরা,সোনালী সেই প্রভাত
না জানি এভাবনায় কেটে যাবে, আরও কত অজস্র রাত।
তবুও আমরা চেষ্টা করেছি,করেছি যে বারবার
হাতে হাত রেখে,সব ব্যাথা ভুলে,লক্ষ্যে পৌছাবার।।


২৩জানুয়ারি ২০১৭ইং