স্কুল জীবনে স্যারদের বেতের কঠিন হতে কঠিন তম আঘাতে, হাত আমার রক্তাক্ত হয়েছে,কখনো রক্তও ঝরেছে।তার  পরেও
কখনো অঙ্কের সূত্র,বীজগাণিতিক রাশিমালা অতবা ইংরেজি টেনস,নেওয়ারেশন মনে রাখতে পারিনি।
পারিনি মহা বিজ্ঞানি নিউটনের সেই তিনসূত্র মুখস্থ রাখতে।
পারিনি ভূগোল,মোগল সম্রাট, সিরাজউদ্দোলা জীবনী স্মরণে রাখতে
পারিনি শতকের পরে শত পৃষ্টার সহজ গল্পটা মনে রাখতে
অথচ সেই আমি আজ নির্বাধায় বলতে দিতে পারি
তোমার আমার প্রথম দেখা, পরিচয় অতঃপর সম্পর্কের গভীরতা
কি অদ্ভুত তাই না?তখনো মারের পরে মার খেয়েও কিছুই মাথায় ধরতো না
আর আজ তোমার চলে যাওয়াতে,আমি সব পারি।
এখন হয়তো বিদ্যাসাগর কে টক্কর দিতে পারব।
বুঝলে অদ্রিতা.....