কত রাত হারিয়ে গেল, অমাবস্যার তিথিতে
লেবু পাতার অষ্ঠপিঠে শিশিরজমে.....
প্রভাতের প্রথম আলোয়,চিকচিক করছে কামরাঙ্গায়
শিশিরের শেষ দু'ফোটা জল।
দিনের আকাশে প্রগাঢ় নীলের আবছা আভা
সৌরভিত চারদিন চালতাফুলে......
কৃষাণীর চোখে চোখ রেখে,রৌদ্রতেজে পুড়েছি
সাত সকালের শেষ কার্যকাল।


দ্বিপ্রহর মেঘে ডেকে, বৃষ্টি নামল
বোলতার নীড় ছুঁয়ে মাটির বুকে।
শুকনো মাঠে নামল জল
কৃষকের মুখে, স্বপ্নের জলচল।