কে কি বলবে,ভাবি না আমি তা
যখন যা ইচ্ছে হয়,করি আমি তা,
কেউ বলে উন্মাদ আমি,কেউ বলে বিদ্রোহী
কেউ বলে অমানুষ আমি,কেউ বলে সংগ্রামী।।


আমাকে কারো ভাল লাগে না
আমি যে মধুময় মিথ্যা বলতে পারি না,
জন্মলগ্ন আমার মুখে,দেয়নি কেউ মধু
সঠিক কথা বলতে আমি,পিছপা হইনি কবু।।


যেখানে দেখেছি অন্যায়,করেছি তার প্রতিবাদ
সহ্য হয়না আমার,অসহায়ের উপর অত্যাচার,
আমি নইতো কোন মহাবীর
তবুও উপড়ে ফেলতে চাই,সমস্ত ভন্ডামির শীর।।


আমি আমার কথা ভাবি না,ভাবি দেশ-দশের কথা
ভাবি আমার চারপাশের, অধিকার বঞ্চিতাদের কথা।
অনুভব করতে চাই,দুঃখি জনের ব্যাথ্যা
তাহাতে খুজে পাই,এজীবনের সেরা স্বার্থককতা।।