আমি নারী
আমি তোমার মা।
আমার মাতৃকোষে তোমার জন্ম
তোমার সাথে আমার নাড়ির সম্পর্ক।
তুমি যেমনি হও,সবাই তোমাকে ঘৃণা করুক
তবুও তোমাকে আমি ভালবাসি।
তুমি ভাল বলে বাসিনা ভাল
সন্তান বলে তোমায় বাসি ভাল।


আমি নারী
আমি তোমার বোন।
আমি তোমার সব থেকে ভালবন্ধু।
তোমার সাথে আমার সম্পর্কটা অনন্তকালের।
তোমার সাথে ঝগড়াঝাঁটি মারামারি,
তবুও ভাই;তোমাকে আমি ভালবাসি।


আমি নারী
আমি অসহায়।
তোমাদের সমাজের কাছে আজও আমি অবহেলিত।
নারী মানে কি তোমাদের কাছে
অসহায়,যৌনাবেদন কারি,ভোগের পণ্য?
আমরা কি তোমাদের মত হাত-পা বিশিষ্ট,
দুইশত ছয় খানা হাড় সহ জন্মায়নি,শতকোষ বিশিষ্ট
হাজারটা নিউরন সহ?
তোমাদের দেহে যা আছে,আমাদেরও তা আছে।
তবে কেন এতো বৈষ্যম, এতো অবিচার আমাদের সাথে।


আমি নারী
আমার জীবন কষ্টে ভরা।
আমি যে বাবার হাত ধরে প্রথম চলতে শিখি
তার হাতেও হতে হয়, আমাকে যৌনতার শিকার।
যে ভাইয়ের কাছে আমি নিজেকে, সব চাইতে নিরাপদ ভাবি
সে ভাইয়ের হাতে আমায় হতে হয় ধর্ষণ।
আর যখন আমি করতে যাই প্রতিবাদ
আমাকে শুনতে হয়, বেশ্যা নামক হাজারটা অপবাদ।


আমি নারী
আমাকে ক্ষমা কর।
আমার প্রতি কুনজর সরিয়ে
মায়া ভালবাসা আর সম্মানের দৃষ্টি দাও।
আমাকে তোমাদের মত স্বাধীনতার স্বাদ গ্রহন করে
মুক্ত বাতাসে নিশ্বাস নিয়ে বাঁচতে দাও।
আমি তো তোমাদের জীবনের এক অখন্ডিত অংশ।
হাতে হাত রেখে সাম্যের ভেলা ভাসিয়ে দাও,
আমি নারী, আমাকে ভালবেসে আপন করে নাও।


বিঃদ্রঃযে কোন মতামত বা ভুলত্রুটি অবশ্যই জানাবেন।