এ এক অদ্ভুত শহর.......
এতো বছর বসবাসের পরেও
আজো চেনা হয়নি শহরের ওলি-গলির জীবন
জানা যায়নি মানুষ রূপী পশুত্বের বস্ত্র হরণ।
এখানে প্রেমের নেশায় মাতাল সবাই
বিছানায় যাওয়া, স্তন ছোঁয়া
কৃষাণীর কুমারীত্ব, ধ্বংসের দিশা
এ যেন রোজকার  এক ফ্যাশন।


এ এক অদ্ভুত শহর.........
হাসতাপালের অপারেশন থিয়েটারে
রোজ নষ্ট হয়,অঘোষিত হাজারটা ভ্রুণ।
আজ আর লিটনের ফ্লাট বা পার্ক নয়
নিষিদ্ধ পল্লী যেন সমস্ত রাজপথ জুড়ে
এ যেন শরিরের সাথে শরিরের
এক বিনষ্টিকরণ প্রিয় খেলা।
আমি যেন এক কংক্রিট বাঁধানো, বট বৃক্ষ মাত্র
ঠাঁয় দাড়িয়ে নির্বাক দর্শক হয়ে দেখে যায়.....


এ এক অদ্ভুত শহর........
সভ্যতার যুগে অসভ্যতা যেন মহাপ্রলয়
হয়ে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে সব।
রাজপথে পড়ছে একের পর  এক
আমজনতার দেহ।তবুও বাঁধাহীন ছুটে চলে
মহড়া। সেই অনাকাঙ্ক্ষিত ইতিহাসের সংরক্ষণের খোঁজে...
এখানে গুলি,গ্রিনেড অথবা বোমার শব্দেও
কেউ "উহ" মাত্র করে উঠে না।
যুবক যখন পথ চলতে শিখে
কাঁচা বয়সে মা-বাবার আশ্রয় মিলে বিদ্ধশ্রমে।
এ যেন পৃথিবীর সভ্যতার এক
          অচিন্তিত রহস্যভেদ  অধ্যায় মাত্র...........


ভুলত্রুটি বা যেকোন মতামত অবশ্যই জানাবেন।


রচনা কাল
২১মার্চ ২০১৭